পিএসজি থেকে বিদায় নিচ্ছেন কোচ গালতিয়ের
অনেকদিন ধরেই পিএসজি ছাড়ার গুঞ্জন চলছে মেসির। খবর ভাসছে মেসির সাথে পিএসজি ছাড়তে পারেন নেইমারও। খুব বেশি আলোচনায় না থাকা সের্হিও রামোস লিগ ‘আ’তে মৌসুমের শেষ ম্যাচের আগে আনুষ্ঠানিকভাবে পিএসজি ছাড়ার ঘোষণা দিয়েছেন।
স্প্যানিশ এই ডিফেন্ডারের বিদায়ের ঘোষণার পর এবার খবর এলো, পিএসজি ছাড়ছেন দলটির কোচ ক্রিস্টোফে গালতিয়েরও।
দুদিন আগেই গালতিয়ের মেসির পিএসজি ছাড়ার আনুষ্ঠানিক ঘোষনাটা দিয়েছিলেন। তবে এবার নিজেই জানালেন পিএসজির কোচ হিসেবে আর থাকছেন না তিনি। ক্লারমন্তের বিপক্ষে ম্যাচটিই হবে গালতিয়ের শেষ ম্যাচ।
যদিও গালতিয়েরের বিষয়টি মেসি রামোসদের মতো নয়। স্বেচ্ছায় পিএসজি ছেড়ে চলে যাচ্ছেন না এই ফরাসি কোচ। ফরাসি সংবাদমাধ্যম লেকিপের তথ্য মতে, শুক্রবার পিএসজি প্রেসিডেন্ট নাসের আল খেলাইফিকে সঙ্গে নিয়ে ফ্রেঞ্চ ওপেনের ম্যাচ দেখেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি। দুজনের আলোচনায় গালতিয়েরকে পিএসজি থেকে সরিয়ে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। পিএসজির চেয়ারম্যান খেলাইফি হলেও মূল মালিক শেখ তামিমই।
লেকিপের প্রতিবেদনে আরও জানিয়েছে, ইতোমধ্যে নতুন কোচের সন্ধান শুরু করেছে ফরাসি ক্লাবটি। কাতারি মালিকানাধীন ক্লাবটি এখন হোসে মরিনহোসহ একাধিক কোচকে নিজেদের রাডারে রেখেছে।