ফুলবাড়ীতে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ এক নারী গ্রেপ্তার
কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে মরণ নেশা ইয়াবার বিকল্প মাদকদ্রব্য টাপেন্টাডলসহ এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত নারীকে শনিবার সকালে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানার (এসআই) জাহিদুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ শুক্রবার শেষ বিকালে উপজেলার গজেরকুটি বানিয়াটারী এলাকা থেকে ইয়াবার বিকল্প মাদকদ্রব্য টাপেন্টাডল ১ হাজার ৫০ পিসসহ হাতেনাতে ওই নারীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত নারীর নাম সুমনা আক্তার সাথী (২৭)। তিনি বগুড়া জেলার শিবগঞ্জ থানার লক্ষী কোলাদাহ পাড়ার ইসরাইল হোসেনের স্ত্রী।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং শনিবার সকালে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।