আইসিসি সুপার লিগের পারফরম্যান্সে খুশি নন তামিম
আইসিসি সুপার লিগের সবকটি ম্যাচ খেলে ফেলেছে বাংলাদেশ। ইতোমধ্যে নির্ধারণও হয়ে গেছে ওয়ানডে সুপার লিগের শীর্ষ আট দল। যার মধ্যে ভারত-অস্ট্রেলিয়ারও উপরে তিন নম্বরে অবস্থান করছে বাংলাদেশ। তবুও সন্তুষ্ট নন টাইগারদের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।
শনিবার (৩ জুন) গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তামিম বলেন, ‘সন্তুষ্ট বলব না, আমরা শীর্ষ তিনের মধ্যে একটা দল। কিন্তু আমাদের সুযোগ ছিল আরেকটু ভালো করার। হয়তো দুই বা শীর্ষে থাকতে পারতাম।’
তবে বিশ্বকাপের আগে সব দুর্বলতা কাটিয়ে উঠার ব্যাপারে আশাবাদী বাংলাদেশের এই ওপেনার। তামিম জানান, ‘খুব ইতিবাচকভাবে আমরা কোয়ালিফাই (বিশ্বকাপে) করেছি। এই সিরিজ আছে, এশিয়া কাপ, নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজের ব্যাপারে কথা চলছে। এই সিরিজগুলো গুরুত্বপূর্ণ প্রস্তুতির জন্য। যেসব জায়গায় দুর্বলতা আছে, ওইসব জায়গায় যতটুকু ভালো করা যায়।’
আসন্ন আফগানিস্তান সিরিজ প্রসঙ্গে তামিম বলেন, ‘আফগানিস্তান সিরিজ নিয়ে আমার এটাই বলার আছে— এটি সবসময় ইন্টারেস্টিং সিরিজ। আমার কাছে মনে হয় আফগানিস্তান মানসম্পন্ন দল। আমাদের তিন বিভাগেই পারফরম্যান্স নিশ্চিত করতে হবে।’