আর্কাইভ থেকে বাংলাদেশ

আওয়ামী লীগ-বিএনপি মুক্তিযুদ্ধের আদর্শ থেকে দেশকে বিচ্যুত করেছে : জিএম কাদের

১৯৯০ সালের পর আওয়ামী লীগ ও বিএনপি বারবার ক্ষমতায় এসে দুনীতি, শোষণ, দলীয়করণ আর স্বজনপ্রীতির মাধ্যমে মুক্তিযুদ্ধের আদর্শ থেকে দেশকে বিচ্যুত করেছে। স্বাধীনতার ৫০ বছরেও বীর শহিদের স্বপ্ন বাস্তবায়ন হয়নি। বললেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।  

আজ শনিবার (১৮ ডিসেম্বর) রাজধানীর জুরাইন রেলগেটে জাতীয় পার্টি আয়োজিত বিজয় সমাবেশ ও পতাকা মিছিলের পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, স্বাধীনতার পূর্বে পশ্চিম পাকিস্তানিরা আমাদের শোষণ করতো। আমাদের টাকায় তারা পশ্চিম পাকিস্তান সাজাতো। এখনো আমারা শোষণের শিকার হচ্ছি, আমাদের হাজার হাজার কোটি টাকা প্রতিবছর পাচার হয়ে যাচ্ছে।

তিনি বলেন, আওয়ামী লীগ ও বিএনপি বারবার ক্ষমতায় গিয়ে দেশের মানুষের সঙ্গে বৈষম্য সৃষ্টি করেছে। ক্ষমতাসীন দল না করলে চাকরি মেলে না, ব্যবসা করতে পারে না। বৈষম্য সৃষ্টি করেছে ধনী ও গরিবের মাঝে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ ও বিএনপি অচল মুদ্রার এপিঠ-ওপিঠ। দেশের মানুষ নতুন মুদ্রা চায়, যারা দেশের মানুষকে শোষণ ও বৈষম্য থেকে মুক্তি দিতে পারবে।

এ সম্পর্কিত আরও পড়ুন