নির্ধারিত সময়ের ছয় মাস আগেই ক্লাস শুরু হবে, জবি উপাচার্য
আগামী আগস্ট মাসের মধ্যেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।
শনিবার (৩ জুন) গুচ্ছ ভর্তি পরীক্ষার বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
উপাচার্য বলেন, আমরা একটা সেশন এগিয়ে নেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছি। দেরীতে ক্লাস শুরু করা নিয়ে প্রায়ই বদনাম হয়। গত বছর জানুয়ারির শেষ দিকে ক্লাস শুরু হলেও এবার জুলাই অথবা আগস্ট মাসের প্রথমেই আমরা ক্লাস শুরু করব। এতে করে আমরা প্রায় ছয় মাস এগিয়ে যাবো।
গেল বছরের গুচ্ছ পরীক্ষাপদ্ধতির নানান জটিলতার বিষয়ে জানতে চাইলে উপাচার্য বলেন, ২/৩ দিনের মধ্যে ফল প্রকাশ করা হবে। আমরা কেন্দ্রীয় ভাবে চয়েজ ফর্ম দিব। এতে ভোগান্তি কমবে। কাউকে বিশ্ববিদ্যালয়ে দৌড়াদৌড়ি করতে হবে না। তাদের চয়েজ অনুযায়ী আমরা তাদেরকে সাবজেক্ট দিব। পরবর্তীতে শিক্ষার্থীদের ইচ্ছা অনুযায়ী তারা ভর্তি হওয়ার সুযোগ পাবে।
উল্লেখ্য, শনিবার ২২ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষার 'এ' ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। দুপুর ১২টা থেকে ১ টা পর্যন্ত চলবে ঘন্টাব্যাপী এ পরীক্ষা ৯ হাজার ৮৭৫ টি আসনের জন্যে আবেদন করেছে ১ লাখ ৬৬ হাজার ৯৩৩ জন শিক্ষার্থী।