আর্কাইভ থেকে ফুটবল

সাফ ক্যাম্পের জন্য  ৩০ ফুটবলারের নাম ঘোষণা

আগামী ২১ জুন থেকে ভারতের বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই সাফ চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্টির জন্য ৩৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সবশেষ সিশেলসের বিপক্ষে খেলা দুই ম্যাচের সবাই ছিলেন প্রাথমিক এ স্কোয়াডে।

এ স্কোয়াড থেকে ২৭ জন বেছে নেওয়ার কথা থাকলেও ৩০ জনের নাম ঘোষণা করেছে কোচ হাভিয়ের ক্যাবরেরা। বাদ পড়েছেন হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, ইয়াসিন আরাফাতসহ আরও ৫ জন ফুটবলার।

আগামী ৪ জুন থেকে বসুন্ধরা কিংস অ্যারেনায় হাভিয়ের কাবরেরার শিষ্যরা সাফের ক্যাম্প শুরু করবে। সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের আগে ১০ জুন পর্যন্ত ঢাকায় অনুশীলন করবে বাংলাদেশ দল। এরপর কম্বোডিয়ার উদ্দেশ্যে রওনা দিবে লাল-সবুজ শিবির। সেখানে আগামী ১৫ জুন স্বাগতিকদের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে জামাল ভূঁইয়ারা। এর পরদিনই ব্যাঙ্গালুরুতে পৌঁছানোর কথা রয়েছে বাংলাদেশ দলের।

৩০ সদস্যের স্কোয়াড:

গোলরক্ষক : আনিসুর রহমান জিকো, মিতুল মারমা, শহিদুল আলম ও শ্রাবণ।

ডিফেন্ডার : তারিক কাজী, রিমন হোসেন, বিশ্বনাথ ঘোষ, টুটুল হোসেন বাদশা, তপু বর্মণ, ঈশা ফয়সাল, মেহেদি হাসান মিঠু, রহমত মিয়া ও আলমগীর মোল্লা।

মিডফিল্ডার : মাশুক মিয়া জনি, সোহেল রানা, মজিবুর রহমান জনি, সোহেল রানা, শাহরিয়ার ইমন, রবিউল হাসান, জামাল ভূঁইয়া, আবু সাইদ, মেহেদী হাসান ও মোহাম্মদ হৃদয়।

ফরোয়ার্ড : রাকিব হোসেন, সুমন রেজা, ফয়সাল আহমেদ ফাহিম, এলিটা কিংসলে, মোহাম্মদ ইব্রাহিম, রফিকুল ইসলাম ও আমিনুর রহমান সজীব।

 

এ সম্পর্কিত আরও পড়ুন