রাবিসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানির প্রতিবাদে মানববন্ধন
রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানির ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ কুড়িগ্রাম জেলা শাখা।
রোববার (৩ জুন) সকাল সাড়ে ১০টায় কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা কমিটির সাধারণ সম্পাদক প্রতিমা চৌধুরী, সহসভাপতি মুক্তি চক্রবর্তী, সমাজকল্যাণ সম্পাদক মালা দেব, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক জুলিয়া জুলকারনাইন।
শিক্ষাঙ্গনে শিক্ষক কর্তৃক শিক্ষার্থীর প্রতি যৌন হয়রানি শুধু বিকৃত মানসিকতা নয়, নারীদের সুস্থ্যভাবে বিকাশ হওয়ার ক্ষেত্রেও অন্তরায়। এমন শিক্ষক নামের কুলাঙ্গারদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করা হয়।