আর্কাইভ থেকে ফুটবল

ম্যানইউকে হারিয়ে এফএ কাপ চ্যাম্পিয়ন ম্যানসিটি

ট্রেবল জয়ের একদম কাছাকাছি চলে গেল পেপ গার্দিওয়ালার ম্যানচেস্টার সিটি। লিগ শিরোপা জয়ের পর এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে শিরোপা ঘরে তুললো ম্যানচেস্টার সিটি। এফএ কাপে এ নিয়ে সপ্তমবারের মতো চ্যাম্পিয়ন হলো সিটিজেনরা।

শনিবার (৩ জুন) লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ফাইনালে ম্যানইউকে ২-১ গোলে হারিয়েছে ম্যানসিটি। ম্যাচে জোড়া গোল করে জয়ের নায়ক ইলকে গুন্ডোগান। আর ইউনাইটেডের পক্ষে একমাত্র গোলটি করেন ব্রুনো ফার্নান্দেস।

ম্যাচের শুরুতে মাত্র ১২ সেকেন্ডের মাথায় গোল করেন ইলকে গুন্ডোগান। এ গোলের মাধ্যমে শীর্ষ পর্যায়ের প্রতিযোগিতায় কম সময়ে গোল করার রেকর্ড গড়েন এই জার্মান ফুটবলার। তবে ম্যাচের ৩৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন সমতা আনেন পর্তুগিজ মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজ।

বিরতীর পর দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে দ্বিতীয় গোল করে ম্যানসিটিকে আবারও লিড এনে দেন গুন্ডোগান। এরপর নির্ধারিত সময়ে আর ম্যানইউ গোল দিতে না পারলে ২-১ গোলের জয় তুলে নেয় সিটিজেনরা।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন