টাইগারদের জন্য মনোবিদ নিয়ে এসেছেন হাথুরু
আধুনিক ক্রিকেটের সঙ্গে তাল মেলাতে গেলে শুধু ব্যাটিং আর বোলিং কোচ দিয়েই নির্ভর থাকলে চলে না। ক্রিকেটারদের মানসিক অবস্থাও এখন বেশ গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের জন্য এসবের প্রয়োজনীয়তা দেখেছেন হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
আফগানিস্তানের বিপক্ষে আগামী ১৪ জুন থেকে শুরু হবে টেস্ট সিরিজ। এরপর সিলেট ও চট্টগ্রামে হবে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ। আসন্ন এই দ্বিপাক্ষিক সিরিজকে সামনে রেখে ছুটি কাটিয়ে দেশে ফিরেছেন সাকিব-তামিমদের কোচ।
শনিবার (৩ মে) রাতে বাংলাদেশে ফেরার সময় টাইগারদের জন্য মনোবিদও নিয়ে এসেছেন এই লঙ্কান। রোববার দুপুরে হোম ওব ক্রিকেটে অনুশীলন শুরু হওয়ার আগেই তাকে নিয়ে মাঠে এসেছেন তিনি। জাতীয় দলের সঙ্গে কাজ করতে যাওয়া মনোবিদের নাম অ্যালান ব্রাউন।
ব্রাউনকে অবশ্য মনোবিদ বলা ঠিক হবে না, তিনি একজন মাইন্ড ট্রেনার। বিশ্বকাপের বছরে ক্রিকেটারদের মানসিক শক্তি বাড়ানোর কাজ করবেন তিনি। এ দফায় দুই সপ্তাহ ঢাকায় থাকবেন তিনি। শুধু ক্রিকেটারই নয়, কাজ করবেন জাতীয় দল সংশ্লিষ্ট কোচ, ম্যানেজম্যান্টের সদস্যদের নিয়ে।