দিনাজপুরে বৃষ্টির নামাজ-বিশেষ মোনাজাত
সকালে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে বাড়ছে তাপমাত্রার পারদ। প্রাণিকূলে নেই স্বস্তি। প্রকৃতির বাতাসে গরম হাওয়া। অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। খরা আর তীব্র গরমে নষ্ট হচ্ছে ফসল। গরম থেকে পরিত্রাণ পেতে রহমতের বৃষ্টির আশায় মহান আল্লাহ তায়ালার নিকট বৃষ্টি চেয়ে সালাতুল ইস্তিসকার নামাজ আদায় ও বিশেষ মোনাজাতে দোয়া করেছে দিনাজপুর সদর উপজেলার লোকজন।
সোমবার (৫ জুন) সকাল পৌনে ৮টার দিকে দিনাজপুর সদর উপজেলার ১ নম্বর চেহেলগাজী ঈদগাহ মাঠে প্রায় এক হাজার মুসল্লির উপস্থিতিতে সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করেন স্থানীয় বাসিন্দারা। নামাজে ইমামতি করেন বড়ইল মাদ্রাসার ইমাম আব্দুল কাউয়ুম।
নামাজ আদায় শেষে আনোয়ার হোসেন বলেন, ‘এর আগে এমন গরম অনুভব করিনি। গরমে কাজ-কর্ম ঠিক মত করতে পারি না। ছোট বাচ্চাদের নিয়ে অনেক সমস্যা হচ্ছে। রহমতের বৃষ্টির আশায় আজ নামাজ আদায় করলাম।’
স্থানীয় বাসিন্দা আজিজুল হক বলেন, ‘অনাবৃষ্টি আর গরমে ফসলের প্রচুর ক্ষতি হচ্ছে। জমির ফসল নষ্ট হচ্ছে। বর্তমানে লিচু চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। গাছের ফলগুলো নষ্ট হচ্ছে। গরমে মানুষের অবস্থা নাজুক।’
আয়োজক কমিটির পক্ষ থেকে কামরুল ইসলাম কামাল বলেন, ‘অসহনীয় কষ্টে মানুষ সময় কাটাচ্ছে। আমরা এতোটাই অনুতপ্ত যে বলার ভাষা নেই। আমরা কয়েকজন মুরব্বি ও ইমামদের সঙ্গে আলোচনা করেছি যে বৃষ্টির আশায় সালাতুল ইস্কিসকার নামাজ আদায় করব। সকলের সম্মতিক্রমে আজ নামাজ আদায় করলাম। বৃষ্টি হওয়ার জন্য দোয়া করলাম।’
দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, রোববার দিনাজপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আর শনিবার রেকর্ড করা হয় ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
আগামী কয়েকদিন এ ধরনের তাপপ্রবাহ থাকবে বলে জানিয়েছেন আবহাওয়া অফিসের কর্মকর্তা আসাদুজ্জামান।