সৌদি ক্লাবে নাম লেখালেন বেনজেমা
গত কয়েক সপ্তাহ ধরেই গুঞ্জন ছিল রিয়াল মাদ্রিদ ছেড়ে করিম বেনজেমা সৌদি ক্লাবে পাড়ি জমাবেন। শেষ পর্যন্ত সেই গুঞ্জনই সত্যি হয়েছে।
দলবদল বিষয়ক প্রখ্যাত ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমারোও জানালেন, ইতোমধ্যে সৌদির ক্লাব আল ইত্তেহাদের সঙ্গে চুক্তি সেরে ফেলেছেন এই ফ্রান্স তারকা।
এর আগে বেনজেমার রিয়াল ছাড়া না ছাড়া নিয়ে ধোঁয়াশার তৈরি হয়েছিল। তবে লিগের শেষ ম্যাচের আগে ক্লাবটির তরফে এক বিবৃতিতে বেনজেমার রিয়াল ছাড়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছিল।
জানা গছে,ফরাসি স্ট্রাইকারকে গত শুক্রবারই সৌদি ক্লাব আল-ইত্তিহাদ এই প্রস্তাব দিয়েছিল। এবার রোমারোও জানালেন, বাৎসরিক ২০০ মিলিয়ন ইউরোতে আগামী ২০২৫ সালের জুন পর্যন্ত সৌদির ক্লাবটির হয়ে চুক্তিবদ্ধ হয়েছেন বেনজেমা। এছাড়া সুযোগ থাকছে চুক্তি নবায়নের।
আরও জানা যাচ্ছে, আগামীকাল (মঙ্গলবার) আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে স্প্যানিশ ক্লাবকে বিদায় জানাবেন বেনজেমা। এরপর সৌদিতে পাড়ি জমাবেন ফরাসি বিশ্বকাপ জয়ী এই তারকা ফুটবলার।