ইবির ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ রাতেই
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। সোমবার (৫ জুন) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত দুইটি একাডেমিক পরীক্ষা হয়। এতে ২ হাজার ১৩০ জন পরীক্ষার্থীর মধ্যে ২ হাজার ১১ জন পরীক্ষায় অংশগ্রহণ করে। যা মোট উপস্থিতির ৯৪.৪১ শতাংশ।
এদিকে আজ রাতের মধ্যেই ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন পরীক্ষা কমিটির সদস্য অধ্যাপক ড. মাকসুদুর রহমান। তিনি বলেন, আমরা ইতোমধ্যে কাজ শুরু করেছি। আজ (সোমবার) রাত ৮টার মধ্যেই ফল প্রকাশ করতে পারবো বলে আশা করি।
প্রসঙ্গত, ‘ডি’ ইউনিটের অধীনে ধর্মতত্ত্ব অনুষদের তিনটি (আল-কুরআন, আল-হাদিস ও দা‘ওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ) ও কলা অনুষদের আরবি ভাষা ও সাহিত্য বিভাগে ৩২০টি আসনের বিপরীতে পরীক্ষা দিয়েছেন ভর্তিচ্ছুরা।