গাইবান্ধা সরকারি কলেজে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন
"সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ" এই প্রতিপাদ্যকে সামনে রেথে প্রতি বছরের ন্যায় এ বছরেও শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন ’তীর’ গাইবান্ধা সরকারি কলেজ শাখা উদ্যোগে দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হয়েছে।
আজ সোমবার (৫ জুন) গাইবান্ধা সরকারী কলেজ উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সার্বিক সহযোগিতায় সকাল ১০ টায় কলেজ ক্যাম্পাস পরিষ্কারের মধ্য দিয়ে এ দিবসটি উদযাপন শুরু করেন। এর পর কলেজে শোভাযাত্রা, বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এদিকে কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগ হল রুমে আলোচনায় সভায় সভাপতিত্ব করেন সহকারী অধ্যাপক মাজেদুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: খলিলুর রহমান। আলাচনা সভায় অন্যান্যদের মধ্য বক্তব্য দেন, প্রফেসর মো: আব্দুর রশিদ, এ.বি.এম. জিল্লুর রহমান, রবীন্দ্রনাথ চক্রবর্তী, মো: ইফতেখারুর রহমান, তীর গাইবান্ধা সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক জান্নাতুল মাওয়া, সহ-সভাপতি নাজমুল ইসলাম নিশাদ,শেখ মোশাররফ হোসেনসহ আরো অনেকে। শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন তীর এর সভাপতি মোঃ জাহিদ রায়হানের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তীরের প্রচার সম্পাদক জান্নাতুল ফেরদৌসী জেমি এবং সহ-প্রচার সম্পাদক মোঃ রুপম মিয়া। আনোয়ার হোসেন শামীম, গাইবান্ধা প্রতিনিধি