কনস্টেবল বাদল হত্যায় পাঁচজনের মৃত্যুদণ্ড
রাজধানীর মতিঝিল এলাকায় দশ বছর আগে পুলিশ কনস্টেবল বাদল মিয়াকে হত্যা ঘটনার মামলায় পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৬ জুন) ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ তেহসিন ইফতেখার এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ১ লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মৃত্যুদণ্ড দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন-রিপন নাথ ঘোষ, বিশ্বজিৎ চন্দ্র দাস, ইব্রাহিম খলিল ওরফে কসাই খলিল, রতন চন্দ্র দাস ও হুমায়ন কবীর।
আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁশলি মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।