আর্কাইভ থেকে ফুটবল

সৌদি ক্লাবের সঙ্গে চুক্তি সম্পন্ন বেনজেমার

রিয়াল মাদ্রিদ ছেড়ে করিম বেনজেমা সৌদি ক্লাবে নাম লেখাবেন এমন গুঞ্জন ছিল আগে থেকেই। শেষ পর্যন্ত  গুঞ্জনই সত্যি হলো, আল ইত্তিহাদের সঙ্গে তিন বছরের চুক্তি করেছেন মাদ্রিদ কিংবদন্তি।

বেনজেমা ইত্তিহাদে যাচ্ছেন এমন খবর আগেই জানিয়েছিল সংবাদ সংস্থা এএফপি। যদিও পরবর্তীতে সেই কথা তখন অস্বীকার করেছিলেন তিনি। তবে অবশেষে সৌদি ক্লাবেই নাম লেখালেন জাতীয় দল থেকে অবসর নেওয়া এই ফরাসি ফরোয়ার্ড।

২০২৬ সাল পর্যন্ত আল ইত্তিহাদের সঙ্গে চুক্তি বেনজেমার। তবে এই চুক্তি কত টাকার, তা ক্লাবের বিবৃতিতে উল্লেখ নেই। যদিও দলবদল বিষয়ে নির্ভরযোগ্য ইতালীয় সংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর দাবি করেছেন, বেনজেমা বছরে পাবেন ২০ কোটি ইউরো।

নতুন লিগে খেলা নিয়ে বেশ রোমাঞ্চিত বেনজেমা জানান, ‘নতুন এক ফুটবল লিগ, নতুন দেশে খেলা নিয়ে আমি রোমাঞ্চিত। আল ইত্তিহাদের দুর্দান্ত এক ইতিহাস আছে। আমি ভাগ্যবান, ইউরোপে অনেক দারুণ কিছু অর্জন করতে পেরেছি। স্পেনে, ইউরোপে সম্ভাব্য সবকিছু জিতেছি। তাই আমার মনে হয়েছে নতুন চ্যালেঞ্জ নেওয়ার জন্য এটাই সঠিক সময়।’

৩৫ বছর বয়সী এই ফুটবলারকে বিশ্ব ফুটবলের আইকন দাবি করে আল ইত্তিহাদের প্রেসিডেন্ট আনমার বিন আবদুল্লাহ আল হেইলে জানিয়েছেন, ‘বর্তমান ব্যালন ডি’অর–জয়ীকে রিয়াল মাদ্রিদ থেকে কেনা ইত্তিহাদ ক্লাবের জন্য অনেক বড় মাইলফলক। করিম বেনজেমা একজন ফুটবল আইকন।’

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন