আর্কাইভ থেকে ক্রিকেট

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টস জিতে বোলিংয়ে ভারত

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরের ফাইনালে মুখোমুখি হয়েছে ভারত ও অস্ট্রেলিয়া। খেলায় টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ভারত।

বুধবার ইংল্যান্ডের ওভালে ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায়।

টানা দ্বিতীয় বারের মতো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পা রেখেছে ভারত। প্রথম আসরে তারা শিরোপা হারিয়েছিল নিউজিল্যান্ডের কাছে। তবে এবার প্রথমবারের মতো টেস্ট ফাইনালে উঠেছে অজিরা।

 

অস্ট্রেলিয়া একাদশ

ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, মার্নাস লাবুশানে, স্টিভ স্মিথ, ট্রেভিস হেড, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), নাথান লায়ন, স্কট বোল্যান্ড।

ভারত একাদশ

রোহিত শর্মা, শুভমান গিল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, শ্রীকর ভরত, শার্দুল ঠাকুর, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, উমেশ যাদব।

 

এ সম্পর্কিত আরও পড়ুন