প্রধানমন্ত্রীর উপদেষ্টার সাথে পিটার হাসের বৈঠক
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীর সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস।
আজ বুধবার (৭ জুন) সকাল ১০টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর একান্ত জ্বালানি সচিব মুকতাদির আজিজ।
তিনি বলেন, সকালে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস কার্যালয়ে এসেছিলেন। সেসময় তার সঙ্গে দূতাবাসের একজন কর্মকর্তা ছিলেন। বৈঠকে কী বিষয়ে আলোচনা করেছেন তা জানি না।
এদিকে জানা গেছে, তৌফিক-ই-ইলাহী ও পিটার হাস প্রায় ঘণ্টা খানেক সময় ধরে আলোচনা করেন।
এ বিষয়ে তৌফিক-ই-ইলাহী এবং মার্কিন দূতাবাস থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।