মেয়েকে বাচাঁতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-ভাইয়ের মৃত্যু
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় বিদ্যুৎস্পৃষ্টে এক নারী ও তার ছেলের মৃত্যু হয়েছে।
বুধবার (৭ জুন) রাতে উপজেলার ভোলাইল গেউদ্দার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রাণ হারানো দুজন হলেন ৭০ বছর বয়সী ছালেহা বেগম ও তার ছেলে ২৯ বছর বয়সী আবদুর রহিম। তাদের বাড়ি কিশোরগঞ্জের করিমগঞ্জে। তারা ভাড়া থাকতেন ফতুল্লার গেউদ্দার বাজার এলাকায়।
বিষয়টি নিশ্চিত করেন ফতুল্লা মডেল থানার পুলিশ পরিদর্শক মো. মহসিন।
নিহতের ছোট ছেলের উদ্ধৃতি দিয়ে তিনি জানান, সন্ধ্যার পর ছালেহা বেগমের ছোট মেয়ে গার্মেন্টস শ্রমিক মালেকা বসত ঘরের টিনে পেঁচানো জিআই তারে কাপড় শুকাতে দেন। এ সময় তারে বিদ্যুৎ চলে আসায় মালেকা বিদ্যুৎস্পৃষ্ট হলে চিৎকার দেন। এসময় তার চিৎকার শুনে মা ছালেহা বেগম ও ভাই আবদুর রহিম এগিয়ে যান। এতে তিনজনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন। পরে আশেপাশের লোকজন ছুটে গিয়ে তাদেরকে উদ্ধার নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক ছালেহা বেগম ও আবদুর রহিম দুজনকে মৃত বলে জানান। ।
ফতুল্লা মডেল থানার পুলিশ পরিদর্শক আরও জানান, দুজনের মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হবে। এ নিয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হবে।