আর্কাইভ থেকে বাংলাদেশ

পঞ্চগড়ে ভূয়া প্রাণী চিকিৎসকের ৭ দিনের কারাদন্ড

পঞ্চগড়ে এন্টিবায়োটিক ওষুধ মজুদ ও বিক্রয় এবং সনদবিহীন চিকিৎসক হিসেবে প্রাণি সম্পদের চিকিৎসা প্রদানকালে ফারুক হোসেন (২৩) নামে এক ভূয়া প্রানী চিকিৎসককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ ৫০০ টাকা জরিমানা এবং অনাদায়ে আরো একদিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদনি করেছে ভ্রাম্যমাণ আদালত।

দন্ডপ্রাপ্ত ভূয়া প্রানী চিকিৎসকের বাড়ি পঞ্চগড় পৌরসভার পূর্বজালাসী এলাকায়। তিনি ওই এলাকার ইসমাইল হোসেনের ছেলে।

গেলো বুধবার (৮ জুন) বিকেলে পঞ্চগড় পৌরসভার জালাসী এলাকায় ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম বাংলাদেশ ভেটেরিনারী কাউন্সিল আই-২০০৯ এর ১৭/৩৫ ধারায় এ দণ্ডাদেশ প্রদান করেন।

ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম জানান, দণ্ডাদেশ প্রাপ্ত ওই ব্যাক্তি প্রানী প্রজননের এক মাসের একটি প্রশিক্ষণ নিয়ে প্রানী চিকিৎসা দিয়ে সাধারণ মানুষকে প্রতারিত করে আসছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে এ দণ্ডাদেশ প্রদান করা হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন