আর্কাইভ থেকে অপরাধ

দেওয়ানগঞ্জ মেয়রকে গ্রেফতারে হোটেল ডি মেরিডিয়ান ঘিরে রেখেছে র‍্যাব

বিজয় দিবসের অনুষ্ঠানে শিক্ষা কর্মকর্তাকে থাপ্পড় দেওয়ার অপরাধে সাময়িক বরখাস্ত হওয়া জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র শাহনেওয়াজ শাহানশাহকে গ্রেফতার করতে রাজধানীর উত্তরার ৬ নম্বর সেক্টরের ‘হোটেল ডি মেরিডিয়ান’ ঘিরে রেখেছে র‍্যাব।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকাল থেকে তাকে গ্রেফতারের জন্য হোটেলটি ঘিরে রাখে র‍্যাব। 

র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, বিজয় দিবস ও সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান চলাকালীন জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় অভিযুক্ত মেয়র শাহনেওয়াজ শাহানশাহকে গ্রেফতারে হোটেল ডি মেরিডিয়ান ঘিরে রাখা হয়েছে।

তাকে গ্রেফতারের অভিযান চলমান রয়েছে। 

গ্রেফতারের পর এ নিয়ে বিস্তারিত জানানোর কথাও বলেন তিনি।  

মহান বিজয় দিবসের অনুষ্ঠানে প্রকাশ্যে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে চড় মেরে ও অকথ্য ভাষায় গালাগালি করে লাঞ্ছিত করেন জামালপুর দেওয়ানগঞ্জের পৌর মেয়র শাহনেওয়াজ শাহানশাহ। 

১৬ ডিসেম্বর সকালে দেওয়ানগঞ্জ সরকারি হাইস্কুল মাঠে বিজয় দিবসের অনুষ্ঠান চলাকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিক্ষা কর্মকর্তা মো. মেহেরউল্লাহ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এবং দেওয়ানগঞ্জ থানায় অভিযোগ দিয়েছেন।

ওই অনুষ্ঠানের উপস্থাপকের দায়িত্ব পালন করেন শিক্ষা কর্মকর্তা মো. মেহেরউল্লাহ। ভোর থেকে মাঠের শহীদ মিনারে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ফুলেল শ্রদ্ধা নিবেদন করছিল। এ সময় দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র শাহনেওয়াজ শাহানশাহ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে যান। উপস্থাপক শিক্ষা কর্মকর্তা মেয়র মেহেরউল্লাহর নাম ৫ নম্বরে ডাকায় ক্ষুব্ধ হন তিনি। একপর্যায়ে শিক্ষা কর্মকর্তাকে অকথ্য ভাষায় গালাগালি করেন এবং প্রকাশ্যে তার গালে চড় মারেন মেয়র।

মুক্তা মাহমুদ

এ সম্পর্কিত আরও পড়ুন