২৪শ’টাকার চার্জার ফ্যান সাড়ে ৬ হাজারে বিক্রি, লাখ টাকা জরিমানা
অতিরিক্ত মূল্যে চার্জার ফ্যান বিক্রির অপরাধে রাজধানীর নবাবপুরে অভিযান চালিয়ে দুই আমদানিকারক প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর।
আজ বৃহস্পতিবার (৮ মে) নওয়াবপুরে ন্যাশনাল ফ্যান হাউজ ও মিডিয়া হোম অ্যাপ্লায়েন্স নামে দুই আমদানিকারক প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা করে জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর।
চলমান তাপ দাহের মধ্যে লোডশেডিংও বেড়েছে। এরফলে চাহিদা বেড়েছে চার্জার ফ্যানের। আর এই সুযোগেই অতিরিক্ত মুনাফার আশায় আকাশচুম্বী দামে বিক্রি শুরু করে চার্জার ফ্যান ব্যবসায়ীরা। অতিরিক্ত মূল্যে বিক্রি করা হচ্ছিল বলে ওই দুই আমদানিকারক প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।