মঠবাড়িয়ায় নৌকার কর্মীকে কুপিয়ে কব্জি বিচ্ছিন্ন
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় নৌকা প্রতীকের এক চেয়ারম্যান প্রার্থীর কর্মীকে কুপিয়ে হাতের কব্জি বিচ্ছিন্ন করেছে দুর্বৃত্তরা। আহত বিপ্লব আকন (৪৬) ধানিসাফা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাচ্চু আকনের ছোট ভাই।
বুধবার (২২ ডিসেম্বর) রাতে উপজেলার ধানীসাফা ইউনিয়নের ফুলঝুড়ি পাতাকাটা নামক এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহা. নুরুল ইসলাম বাদল।
এলাকাবাসীর থেকে জানা যায়, মঠবাড়িয়ায় সাফা ইউনিয়নের নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী হারুন তালুকদারের নির্বাচনী সভা শেষে প্রচারণায় নামে তার কর্মী-সমর্থকেরা। ফুলঝুড়ি পাতাকাটা নামক এলাকায় লিফলেট নিয়ে প্রচারণার সময় প্রতিপক্ষ তাদের উপর হামলা চালায় ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে চেয়ারম্যান প্রার্থী হারুন তালুকদারের এক কর্মীর হাতের কব্জি কেটে গেছে।
মারাত্মকভাবে জখম হওয়া বিপ্লব বেপারীকে আহত অবস্থায় মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহা. নুরুল ইসলাম বাদল জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তদন্ত এবং অভিযানও চলছে। আশা করছি ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের দ্রুত গ্রেফতার করতে পারব।
মুক্তা মাহমুদ