এখন পর্যন্ত ১৫ হাজার টন পেঁয়াজ দেশে এসেছে
আমদানির ঘোষণার পর এখন পর্যন্ত ১৫ হাজার টন পেঁয়াজ দেশে এসেছে বলে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার (৮ জুন) কৃষি মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, এখন পর্যন্ত ৫ লাখ ৪ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি দেয়া হয়েছে। এর মধ্যে দেশে এসেছে ১৫ হাজার টন। গেলো রোববার (৪ জুন) বিকেলে কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেবে মন্ত্রণালয়। পেঁয়াজের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় ভোক্তা-স্বার্থ রক্ষায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। এরপর থেকে দেশের বিভিন্ন বন্দর দিয়ে পেঁয়াজ আসতে শুরু করে। যার প্রভাব এরইমধ্যে বাজারে পড়তে শুরু করেছে।