আর্কাইভ থেকে ক্রিকেট

বিশ্বকাপ বাছাই পর্বের জন্য দল ঘোষণা করলো ওয়েস্ট ইন্ডিজ

চলতি বছরের অক্টোবরে ভারতের মাটিতে বসতে যাচ্ছে ক্রিকেটের সব থেকে জনপ্রিয় আসর ওয়ানডে বিশ্বকাপ। আসরটিতে সরাসরি কোয়ালিফাই করতে না পারায় বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে হবে ওয়েস্ট ইন্ডিজকে।

শুক্রবার (৯ জুন) বাছাইপর্বের ম্যাচকে সামনে রেখে দল ঘোষণা করেছে দলটি।

জিম্বাবুয়ের মাটিতে অনুষ্ঠিতব্য বাছাইপর্বে অংশ নেবে মোট ১০টি দল। ১৮ জুন থেকে মাঠে গড়াবে এই পর্বের খেলা, চলবে ৯ জুলাই পর্যন্ত। যদিও এখনও সূচি ঘোষণা করা হয়নি। তার আগেই দল ঘোষণা করলো ক্যারিবিয়ানরা।

 

ওয়েস্ট ইন্ডিজ দল

শাই হোপ (অধিনায়ক), রভম্যান পাওয়েল, শামারাহ ব্রুকস, ইয়ানিক কারিয়া, কেসি কার্টি, জনসন চার্লজ, রোস্টন চেজ, জেসন হোল্ডার, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্রেন্ডন কিং, কাইল মেয়ার্স, কিমো পল, নিকোলাস পুরান ও রোমারিও শেফার্ড।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন