‘৩১ ডিসেম্বরের মধ্যে ৯৫ শতাংশের বেশি বই পৌঁছে যাবে’
৩১ ডিসেম্বরের মধ্যে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে ৯৫ শতাংশের বেশি পাঠ্যবই পৌঁছে যাবে। বাকিটা ৭ জানুয়ারির মধ্যে পৌঁছবে। শিক্ষার্থীরা সময়মতোই তা হাতে পাবে। বললেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাজধানীর মাতুয়াইলে ছাপাখানা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
ডা. দীপু মনি বলেন, ‘এখন পর্যন্ত ১৭ কোটির বেশি বই বাঁধাই হয়েছে। আগামী তিন-চার দিনে সব হয়ে যাবে। এরপর স্বল্প সংখ্যক বাদ থাকতে পারে। জানুয়ারির প্রথম সপ্তাহে সেগুলোও শিশুদের হাতেদিতে পারবো।’
তিনি বলেন, করোনা মহামারির কারণে এই বছরও বই উৎসব হচ্ছে না। সব স্কুলেই ক্লাস ধরে ধরে তা বিতরণ হবে। শিক্ষার্থীরা সময়মতোই বই পাবে। এতে কোনও সমস্যা হবে না।
মন্ত্রী বলেন, বই ছাপার কাজ শেষ হয়েছে। সপ্তাহে দুই দিন প্রেস পরিদর্শনে আসে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কর্তৃপক্ষ। ২০০ প্রেসে কাজ চলছে। এর মধ্যে ১৫৮টি মাধ্যমিকের এবং ৪২টি প্রাথমিকের বই ছাপছে।
তবে নিম্নমানের বই দিলে সরবরাহকারী মূদ্রণ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
শিক্ষাপ্রতিষ্ঠানে পুরোপুরি ক্লাস শুরু করার বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘ইউরোপ, আমেরিকায় ব্যাপকভাবে ওমিক্রন ছড়াচ্ছে। আমাদের দেশে করোনা সংক্রমণ বাড়ে মার্চে। কাজেই ওই মাস না আসা পর্যন্ত বলতে পারবো না আমরা নিরাপদ?’
এস