আর্কাইভ থেকে বাংলাদেশ

ঢাকার রাস্তায় ফিরলো নবাবরা

পুরো বাংলায় একসময় নবাবদের আভিজাত্য আর শাসন ছিলো। তবে নবাবরা এখন আর নেই, নেই সেই জৌলুশ। তবে কিছু মানুষ এখনো মনের দিক থেকে নবাবদের চিন্তা চেতনাকে ধারণ ও লালন করেন। তারই ধারাবাহিকতায় পুরান ঢাকার ঐতিহ্য নিয়ে চালু হয় নবাবী রাইড।

শুক্রবার (৯ জুন) সকাল ৮টা পুরান ঢাকার ঐতিহ্য নিয়ে নবাবী মেজাজকে সম্মান জানাতে ২য় বারের মতো আয়োজিত হয় নবাবী রাইড। আয়োজন করেন বাংলাদেশ ভেসপা কমিউনিটি। একদিনের জন্য নবাব সাজতে পেরে ভিন্ন অনুভূতি প্রকাশ করেন রাইডাররা।

নারী পুরুষসহ প্রায় দুইশত ভেসপা রাইডারদের নিয়ে আয়োজিত হয় নবাবী রাইড। যেখানে পুরুষ রাইডাররা পরিধান করেন সাদা পান্জাবি ও সাদা লুঙ্গি নারীরা পরিধান করেন লাল- সাদা পোশাক। নারী রাইডাররা জানান যানজটের শহরে ভেসপা খুবই গুরুত্বপূর্ণ বাহন।

বাংলাদেশ ভেসপা কমিউনিটির আহবায়ক মো.দিদারুল ইসলাম সুজন জানান, যত্ন করলে পুরোনো জিনিসও ভালো থাকে। নবানদের ঐতিহ্য ধরে রাখতে তাদের এই আয়োজন।

প্রসঙ্গত, দৃষ্টি নন্দন এই আয়োজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে থেকে শুরু হয়ে মগবাজার, তেঁজগাও ,মহাখালী হয়ে গুলশান থেকে হাতিঝিল সড়ক ঘুরে শেষ হয় নবাবী রাইড। রাইড শেষে পুরান ঢাকার কিছু ঐতিহ্যবাহী খাবার পরিবেশন করেন আয়োজকরা।

https://youtu.be/fXqF9bICkjM

এ সম্পর্কিত আরও পড়ুন