আর্কাইভ থেকে ফুটবল

মেসি মায়ামিতে যাবে তা আগেই জানতেন নেইমার

লিওনেল মেসি ইন্টার মিয়ামিতে যাবেন সেই খবর আগেই জানতেন নেইমার জুনিয়র। হাসতে হাসতে মেসির পিএসজি ছেড়ে ইন্টার মিলানে যাওয়ার ব্যাপারে এমনটি জানালেন এই ব্রাজিলিয়ান তারকা।

বুধবার এনবিএ ফাইনালসে মিয়ামি হিট ও ডেনভার নাগেটসের মধ্যকার ম্যাচ দেখতে নেইমার তাঁর জাতীয় দল সতীর্থ ভিনিসিয়াসকে নিয়ে দেখতে গিয়েছিলেন যুক্তরাস্ট্রের মায়ামিতে। সেখানে এনবিএ ব্রাজিলের ইউটিউব চ্যানেলে বন্ধু ও সাবেক ক্লাব সতীর্থ মেসিকে নিয়ে কথা বলেন নেইমার।

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে মেসির যোগ দেওয়া নিয়ে নেইমার জানান, ‘আমি জানতাম সে এখানে (মায়ামি) আসবে। এ নিয়ে আমাদের আগেই কথা হয়েছিল। মায়ামিতে সে ভালো থাকবে, এটা বলেছিলাম। তার ভালো লাগছে আবার খারাপও লাগছে এই ভেবে যে (পিএসজি ছেড়ে) চলে গেল।’

 

Neymar y Vinicius Jr juntos en las #NBAFinals

¿Denver Nuggets o Miami Heat?pic.twitter.com/8Xo3Lg4Wdy

— Pablo Giralt (@giraltpablo) June 10, 2023

মেসি গত বুধবার ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার ঘোষণা দেন। সৌদি আরবের ক্লাব আল হিলালের কাছ থেকে বড় প্রস্তাব পেয়েছিলেন আর্জেন্টাইন তারকা। কিন্তু মেসি ফিরতে চেয়েছিলেন বার্সেলোনায়। কাতালান ক্লাবটি তাঁকে ফেরাতে পারেনি।

এদিকে, নেইমারের পিএসজিতে থাকা নিয়ে প্রশ্ন উঠেছে। চোটের কারণে এবার মৌসুমের দীর্ঘ সময় মাঠের বাইরে থেকেছেন তিনি। ক্লাবের সমর্থকেরা তাঁর বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ করেছেন। গুঞ্জন আছে, পিএসজিও নাকি তাঁকেও ছেড়ে দিতে চায়।

এ সম্পর্কিত আরও পড়ুন