পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় চাচা ভাতিজার মৃত্যু
পঞ্চগড়ে শ্বশুরবাড়ি যাওয়ার পথে গাড়ি চাপায় দুই মোটরসাইকেল আরোহী চাচা ভাতিজা নিহত হয়েছে।
নিহতরা হলেন জেলার তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের হাগুড়াগছ গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে শেখ ফরিদ (২৫) এবং একই গ্রামের জনাব আলীর ছেলে শরিফুল ইসলাম (২৩)। তারা দুজনেই সম্পর্কে চাচা ভাতিজা।
গেলো শুক্রবার (৯ জুন) রাতে পঞ্চগড় সদর উপজেলার সাড়ে নয়মাইল নামক স্থানে পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন তেঁতুলিয়া হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক ফরহাদ হোসেন। তেঁতুলিয়া হাইওয়ে থানা পুলিশ জানায়, শেখ ফরিদ তার ভাতিজা শরিফুল ইসলামের মোটরসাইকেল যোগে শ্বশুর বাড়ি পঞ্চগড়ের উদ্দেশ্যে রওয়ানা দেন। পথিমধ্যে সদর উপজেলার সাড়ে নয়মাইল নামক স্থানে পৌঁছলে বিপরীত দিকে থেকে আসা একটি গাড়ি তাদেরকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই নিহত হয় শেখ ফরিদ ও শরিফুল ইসলাম। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে হাইওয়ে থানায় নিয়ে আসেন। পরে রাতেই তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করেন।
মেঘ