একই শাড়িতে ফাঁস নিলো দম্পতি
জয়পুরহাটের আক্কেলপুরে একই শাড়িতে ঝুলন্ত অবস্থায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহতরা হলেন, সোহেল মন্ডল (৩৮) ও তার স্ত্রী পারুল বিবি (৩৬)। সোহেল মন্ডল দিনমজুরের কাজ করতেন।
শনিবার (১০ জুন) বেলা ১১টার দিকে উপজেলার আলাদীপুর পশ্চিমপাড়ার নিজ ঘর থেকে তাদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। বিষয়টি নিশ্চিত করেছেন আক্কেলপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক।
প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করছেন পুলিশ। তবে কী কারণে তারা আত্মহত্যা করেছেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ বিষয়ে গোপীনাথপু ইউপির সদস্য ও ওই গ্রামের বাসিন্দা খালেক মোল্লা বলেন, সোহেল দিন মজুরের কাজ করতেন। আজ সকালে সোহেল ও তার দ্বিতীয় স্ত্রী বাড়ির বাহিরে এসে লোকজনের সঙ্গে গল্প করে বাড়িতে চলে যান। ১১টার দিকে সোহেল ও তার স্ত্রী ঘরের আড়ার সঙ্গে একই শাড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। পরবর্তীতে সেখানে গিয়ে দুটি মরদেহ দেখতে পাই। তবে কী কারণে স্বামী-স্ত্রী আত্মহত্যা করেছেন তা জানা যায়নি। পুলিশ ঘটনাস্থলে এসেছে।