কম্বোডিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়লো জামাল ভূঁইয়ারা
প্রীতি ম্যাচ খেলতে কম্বোডিয়ার উদ্দেশ্যে উড়াল দিয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। শনিবার (১০ জুন) দুপুর একটা ৩৫ মিনিটে টিজি-৩৩২ ফ্লাইটে দেশ ছাড়েন জামাল ভূঁইয়ারা।
আগামী বৃহস্পতিবার (১৫ জুন) কম্বোডিয়ার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নামবে জামালরা। এর আগে, কম্বোডিয়ার টিফফি আর্মি দলের বিপক্ষে খেলবে লাল-সবুজ শিবির।
ব্যাঙ্গালুরুতে বসতে যাওয়া সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি হিসেবে এই ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ।
বাংলাদেশ দল :
গোলরক্ষক : আনিসুর রহমান জিকো, মিতুল মারমা, শহিদুল আলম।
ডিফেন্ডার : তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ, কাজী তারিক রায়হান, রহমত মিয়া, আলমগীর মোল্লা, মেহেদি হাসান, ইশা ফয়সাল।
মিডফিল্ডার : মোহাম্মদ হৃদয়, সোহেল রানা, শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া (অধিনায়ক), মজিবুর রহমান জনি, সোহেল রানা, রবিউল হাসান।
ফরোয়ার্ড : ফয়সাল আহমেদ ফাহিম, মোহাম্মদ ইব্রাহিম, আমিনুর রহমান সজীব, রাকিব হোসেন, সুমন রেজা ও রফিকুল ইসলাম।