আর্কাইভ থেকে এশিয়া

আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে মিয়ানমার

মিয়ানমারে জান্তাবিরোধী চলমান আন্দোলনে সামরিক বাহিনীর সহিংসতার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন। একইসঙ্গে দেশটিতে সব ধরনের বৈদেশিক সহায়তা বন্ধ ও নিষেধাজ্ঞা আরোপে একমত হয়েছে ইউরোপীয় দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। তবে কবে থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে তা জানানো হয়নি। গতকাল রোববার রাতে এসব তথ্য জানানো হয় জাতিসংঘের ওয়েবসাইটে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানায়, এক বিবৃতিতে জাতিসংঘ মানবাধিকারবিষয়ক দপ্তর জানিয়েছে, মিয়ানমারে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে জান্তা বাহিনীর ভয়াবহ আগ্রাসনে অন্তত ১৮ বিক্ষোভকারী নিহত হয়েছে। আহত হয়েছে অনেকে। নিহতদের সবাই পুলিশের গুলি, গ্রেনেড ও টিয়ার শেলের আঘাতে জীবন গেছে বলে জানা গেছে। শান্তিপূর্ণ সমাবেশে নিরাপত্তা বাহিনীর নজিরবিহীন দমন-পীড়ন ও গণ-গ্রেপ্তার গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছে জাতিসংঘ মানবাধিকার কমিশন।

এক বিবৃতিতে রোববার সামরিক বাহিনী ও পুলিশি হামলার নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নও। একইসঙ্গে হতাহতের ঘটনায় জান্তা সরকারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে জোটটি।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন