২০২৩ ব্যালন ডি অ’রের দৌড়ে এগিয়ে যারা
২০২৩ সালে প্রদান প্রদান করা হবে ৬৭ তম ব্যালন ডি’অর। প্রতিবারের ন্যায় এবারও কার হাতে উঠছে ব্যলন ডি’অর, তা নিয়ে ফুটবল ভক্তদের মধ্যে চলছে নানা আলোচনা।
আগামী ৩০ অক্টোবর ফ্রান্সের প্যারিসে জমকালো এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মর্যাদার ব্যালন ডি’অর তুলে দেয়া হবে সেরা ফুটবলারের হাতে। এই মর্যাদার লড়াইয়ে এগিয়ে আছে তিন ফুটবলার। চলুন একনজরে দেখে নেই তাদের।
লিওনেল মেসি: সর্বাধীক ৭ বার ব্যালন ডি’অর জয়ী লিওনেল মেসি এবারও সেরা হওয়ার দৌড়ে সবার চেয়ে এগিয়ে। চলতি মৌসুমে আর্জেন্টিনার ৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে বিশ্বকাপ জয়ের পাশাপাশি মেসি করেছেন ৩৮ গোল। সেই সঙ্গে রয়েছে ২৫টি গোলে সহযোগিতা আছে তাঁর। এছাড়াও মেসি জিতেছেন লিগ ওয়ান ও ট্রফি দ্য চ্যাম্পিয়ন্সও। পুরো মৌসুম জুড়েই তিনি ছিলেন দুর্দান্ত ফর্মে।
আর্লিং হলান্ড: ব্যালন ডি’অর জয়ে মেসির প্রধান প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির আর্লিং হলান্ড। দৌড়ে মেসির বেশ কাছেই রয়েছেন এই নরওয়ের স্ট্রাইকার। জাতীয় দলের জার্সি গায়ে সাফল্যের তেমন দেখা না পেলেও ম্যানচেস্টার সিটিতে চলতি মৌসুমটা বেশ প্রতাপের সঙ্গেই কাটিয়েছেন এই ফুটবলার। ২০২২-২৩ মৌসুমে হলান্ড গোল করেছেন ৫৩টি। রয়েছে ৯টি অ্যাসিস্টও। সিটির হয়ে প্রিমিয়ার লিগ এফএ কাপের পর জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাও।
কিলিয়ান এমবাপে: মেসি-হলান্ডের পর এবারের ব্যালন ডি’অর জয়ের দৌড়ে রয়েছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। জাতীয় দলের হয়ে বিশ্বকাপ জিততে না পারলেও ফাইনালে ছিল তার দুর্দান্ত এক হ্যাটট্রিক। ২০২২-২৩ মৌসুমে নিজ ক্লাব পিএসজিতে তিনি ছিলেন দুর্দান্ত ছন্দে। ফরাসি চ্যাম্পিয়নদের জার্সি গায়ে চাপিয়ে চলতি মৌসুমে এমবাপ্পে গোল করেছেন ৫৩টি। পাশাপাশি রয়েছে ১৪টি অ্যাসিস্টও।