ফের স্বরূপধারণ করেছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা
আবারও স্বরূপধারণ করেছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। বলিউড তারকাদের সঙ্গে তার বনিবনা হয় না মোটেই। বিশেষত, তারকাসন্তানদের সঙ্গে তার আদায়-কাঁচকলায় সম্পর্কের কথা কারও অজানা নয়। কখনও তিনি আক্রমণ করে বসেন আলিয়া ভাট, রণবীর কাপুরের মতো তারকাদের। আবার কখনও কঙ্গনার কটাক্ষের শিকার হন করণ জোহর।
কয়েকদিন আগেই ‘রামায়ণ’ ছবিতে রামের চরিত্রে অভিনয় করেন রণবীর। তাকে খোঁচা দিয়ে মন্তব্য করেছেন কঙ্গনা। অভিনেতাকে ‘সাদা ইঁদুর’ বলতেও ছাড়েননি কঙ্গনা। এবার সম্পূর্ণ অন্য এক বিষয়ে আবার রণবীরকে বিঁধলেন বলিউডের ‘কুইন’।
‘রামায়ণ’ ছবির কাস্টিং নিয়ে সমালোচনার পরে আরও এক বার সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু নিয়ে মুখ খোলেন কঙ্গনা। তার দাবি, সুশান্তের বিরুদ্ধে যত ভুয়ো খবর প্রচার করা হয়েছিল, তার নেপথ্যে হাত ছিল করণ ও রণবীরের। এখানেই থামেননি কঙ্গনা। করণকে ‘শকুনি’ ও রণবীরকে ‘দুর্যোধন’ বলেও অভিহিত করেন তিনি।
তার কথায়, হৃতিকের সঙ্গে তার আইনি লড়াই চলাকালীনও নাকি স্বঘোষিত রেফারির ভূমিকায় নাম লিখিয়েছিলেন করণ ও রণবীর। সেই লড়াইয়ের পরেও তার জীবন নাকি অতিষ্ট করে দিয়েছিলেন ওই দুই তারকা, দাবি কঙ্গনার।
কর্ণ ও রণবীরের বিরুদ্ধে অভিযোগ করেই ক্ষান্ত হননি কঙ্গনা। সমাজমাধ্যমের পাতায় তার দাবি, তিনি এই ধরনের অপপ্রচারে পর্দা ফাঁস করার পর থেকে নাকি এই রকম ভুয়ো প্রচারের পরিমাণ অনেক কমে গিয়েছে।
কঙ্গনা আরও বলেন, ‘‘আজ আমি একটা টালমাটাল পরিস্থিতিতে রয়েছি। তবে আমার হাতে যে দিন ক্ষমতা থাকবে, সে দিন এই সব বেআইনি কাজকর্ম বন্ধ করে দেব। আমার কাছে যা প্রমাণ আছে, তাতে এদের হাজতবাস হতে বাধ্য।’’