ওয়ানডে বিশ্বকাপের খসড়া সূচি প্রকাশ!
চলতি বছরের অক্টোবরে ভারতের মাটিতে বসছে ওয়ানডে বিশ্বকাপের আসর। হাতে বেশি সময় নেই। কিন্তু এখনো চূড়ান্ত সূচি প্রকাশ করেনি আয়োজক ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই), যা নিয়ে আলোচনা-সমালোচনা চলছে।
তবে জানা গেছে, বিশ্বকাপের জন্য একটি খসড়া সূচি তৈরি করে আইসিসির কাছে পাঠিয়েছে বিসিসিআই। সে সূচির কিছু অংশ ফাঁস করেছে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট 'ক্রিনইনফো'।
খসড়া সে সূচিতে হাইভোল্টেজ ভারত-পাকিস্তান ম্যাচটি রাখা হয়েছে ১৫ অক্টোবর। পাকিস্তানের আপত্তি সত্ত্বেও ম্যাচের ভেন্যু ঠিক করা হয়েছে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামকেই।
সেখানে গ্রুপপর্বে বাংলাদেশের বড় দুটি ম্যাচের সম্ভাব্য দিনক্ষণ জানা গেছে। আগামী সপ্তাহের শুরুতেই ঘোষণা করা হতে পারে চূড়ান্ত সূচি।
খসড়া সূচি অনুযায়ী, বাংলাদেশের সঙ্গে ভারতের ম্যাচটি হবে ১৯ অক্টোবর পুনেতে। এছাড়া পাকিস্তানের বিপক্ষে কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশের ম্যাচ আগামী ৩১ অক্টোবর।
বিশ্বকাপে ভারতের খসড়া সূচি
ভারত বনাম অস্ট্রেলিয়া, ৮ অক্টোবর, চেন্নাই
ভারত বনাম আফগানিস্তান, ১১ অক্টোবর, দিল্লি
ভারত বনাম পাকিস্তান, ১৫ অক্টোবর, আহমেদাবাদ
ভারত বনাম বাংলাদেশ, ১৯ অক্টোবর, পুনে
ভারত বনাম নিউজিল্যান্ড, ২২ অক্টোবর, ধর্মশালা
ভারত বনাম ইংল্যান্ড, ২৯ অক্টোবর, লখনৌ
ভারত বনাম কোয়ালিফায়ার, ২ নভেম্বর, মুম্বাই
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, ৫ নভেম্বর, কলকাতা
ভারত বনাম কোয়ালিফায়ার, ১১ নভেম্বর, বেঙ্গালুরু