৪টার পরেও লাইনে থাকলে ভোটদানের সুযোগ পাবেন
সিটি নির্বাচনে ৪টার পরেও কেউ ভোটের লাইনে থাকলে তিনিও ভোটদানের সুযোগ পাবেন। জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আহসান হাবিব খান।
সোমবার (১২ জানুয়ারি) দুই সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণকালে নির্বাচন কমিশন অডিটরিয়ামে তিনি এ কথা বলেন।
নির্বাচন কমিশনার জানান, এখন পর্যন্ত সুশৃঙ্খল পরিবেশে অবাধে ভোটগ্রহণ চলছে।
খুলনা সিটিতে মোট ভোটার ৫ লাখ ৩৫ হাজার ৫২৯ জন।
এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৬৮ হাজার ৮৩৩ জন; নারী ভোটার ২ লাখ ৬৬ হাজার ৬৯৬ জন। মোট ভোটকেন্দ্র ২৮৯টি; ভোটকক্ষ ১৭৩২টি।
বরিশাল সিটিতে মোট ভোটার ২ লাখ ৭৬ হাজার ২৯৮ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৩৭ হাজার ৪৮৯ জন এবং নারী ১ লাখ ৩৮ হাজার ৮০৯ জন। মোট ভোটকেন্দ্র ১২৬টি ও ভোটকক্ষ ৮৯৪টি।