রাজকে নিয়ে এবার নতুন বার্তা দিলেন পরীমণি
ঢালিউডের আলোচিত-সমালোচিত তারকা দম্পতি শরীফুল রাজ ও পরীমণি। রাজের ফেসবুক থেকে সম্প্রতি কিছু ছবি ও ভিডিও ফাঁসের পরই তাদের দাম্পত্য কলহ সামনে আসে। রাজ-পরী উভয়ই একে অপরকে নানান বিষয় নিয়ে অভিযোগ-পাল্টা অভিযোগ করেন। দু'জনের আর একসঙ্গে থাকা সম্ভব নয় বলেও গণমাধ্যমে জানান তারা। এর আগেও তাদের আলাদা হয়ে যাবার খবর আসে। পরে মিটমাট হযে যায় তাদের ঝামেলা। এবার ছেলের জন্ম দিনে একসঙ্গে তাদের কেট কাটতে দেখা যায়। ভক্তরা মনে করেছিলেন আবারও জোড়া লেগেছে তাদের সর্ম্পক।
গতকাল রোববার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুকে পরিবার ও ছেলের সঙ্গে একটি ভিডিও শেয়ার করে পোস্ট দিয়েছেন পরীমণি।
তবে আজ সোমবার সকালে শরীফুল রাজকে নিয়ে নতুন স্ট্যাটাস দিয়েছেন পরীমণি। তিনি জানাতে চাইলেন, তারা আর একসঙ্গে নেই। সন্তানের বিশেষ দিনের জন্য একসাথ হয়েছিলেন মাত্র।
পরীমণির স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-
আপনাদের মধ্যে অনেকের মতো আমিও খুশি হয়ে যাই খবরের এসব শিরোনাম দেখে! সব ভুলে আবার এক হলেন……
কিন্তু সব কি আর সবসময় এক হয়?
আমরা দশ তারিখটা (যেটি আমাদের জীবনের অনেক স্পেশাল দিন।আমাদের বাচ্চার পৃথিবীতে আসার দিন এটি) সেলিব্রেট করেছি মাত্র। আগামী দিনেও করবো। যেখানে আমরা জীবনের অন্য কোন ইস্যু টানবো না।
নয় তারিখ রাতে নানাভাই ঢাকায় আসেন।
তারপর এই আয়োজন,সবাই মিলে।
শুধু নানাভাই রয়ে গেলেন আমার কাছে।
আর,রাজ চলে গেল রাজের মতো……
আশা করি এটা এখানেই শেষ হবে।