‘হাতপাখার মেয়রপ্রার্থীর ওপর আওয়ামী লীগের কেউ হামলা করেনি’
বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়রপ্রার্থী (হাতপাখা মার্কা) মুফতি ফয়জুল করিমের ওপর আওয়ামী লীগের কেউ হামলা করেনি। এটা নির্বাচন বানচালের পরিকল্পিত ষড়যন্ত্র। তারা নিজেরাই নিজেদের হামলা করেছে বলে দাবি করেছে বরিশাল মহানগর আওয়ামী লীগ।
উল্লেখ্য, সোমবার (১২ জুন) ২২নং ওয়ার্ডে ৮৭ নম্বর কেন্দ্রে সাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্র পরিদর্শনকালে ইসলামী আন্দোলনের মেয়রপ্রার্থীর ওপর হামলার ঘটনা ঘটে।
কেন্দ্রে পরিদর্শনকালে নৌকা প্রতীকের কর্মীরা তাকে মেরে রক্তাক্ত করেছেন বলে অভিযোগ করেন ইসলামী আন্দোলনের এই মেয়র প্রার্থী।
ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী বলেন, ‘আমি তাদের বাবার বয়সী। আমার চুল দাড়ি সবই পেকেছে। অথচ তারা আমাকে রক্তাক্ত করেছে।’
এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ও পুলিশ কমিশনারের কাছে অভিযোগ করেছেন মুফতি ফয়জুল করীম। আজই মামলা করবেন তিনি।