আর্কাইভ থেকে ক্রিকেট

নাজমুল-বাবরকে হটিয়ে আইসিসির মাস সেরা টেক্টর

মে মাসের মাসসেরা ক্রিকেটারের মনোনয়ন পেয়েছিলেন  বাংলাদেশের বাঁহাতি ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত, পাকিস্তান অধিনায়ক বাবর আজম ও আয়ারল্যান্ডের হ্যারি টেক্টর। নাজমুল শান্ত ও বাবর আজমকে পিছনে ফেলে আইসিসি মাস সেরা ক্রিকেটার পুরস্কার জিতেছেন টেক্টর।

সোমবার (১২ জুন) ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এ তথ্য। আইসিসি মাসসেরা হওয়া প্রথম আইরিশ পুরুষ ক্রিকেটার ২৩ বছর বয়সী টেক্টর।

মে মাসে তিনটি ওয়ানডে খেলেন টেক্টর। তিনটিই ছিল বাংলাদেশের বিপক্ষে। ইংল্যান্ডের চেমসফোর্ডে সিরিজের প্রথম ম্যাচে অপরাজিত ২১, দ্বিতীয় ম্যাচে ১১৩ বলে ১৪০ এবং তৃতীয় ম্যাচে ৪৫ রান করেন এ বাঁহাতি ব্যাটার। একই সিরিজে বাংলাদেশের নাজমুল রান করেন যথাক্রমে ৪৪, ১১৭ ও ৩৫ রানের ইনিংস।

এই দুই ক্রিকেটারের সঙ্গে মনোনয়ন পেয়েছিলেন বাবর আজমও। নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের সিরিজে তিনি ২ ফিফটি ও ১ সেঞ্চুরিতে ২৭৬ রান তোলেন পাকিস্তানের অধিনায়ক।

এ সম্পর্কিত আরও পড়ুন