রিয়ালে রোনালদোর স্থান পাচ্ছেন ভিনিসিয়াস
ক্রিশ্চিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদে ৭ নম্বর জার্সি পরে খেলেছিলেন। এই জার্সি গায়েই তিনি বনে গিয়েছিল ‘সিআরসেভেন’। রোনালদো মাদ্রিদ ছাড়ার পর সেই জার্সি গায়ে জড়িয়েছেন মারিয়ানো দিয়াজ ও বেলজিয়ান তারকা ইডেন হ্যাজার্ড।
চলতি মৌসুমে হ্যাজার্ড বিদায় জানিয়েছেন রিয়াল মাদ্রিদকে। তাই ৭ নম্বর জার্সির নতুন মালিক হতে যাচ্ছেন ব্রাজিলিয়ান তরুণ ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র।
সোমবার (১২জুন) রিয়াল মাদ্রিদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এই তথ্য।
২০১৮ সালে ফ্ল্যামেঙ্গো থেকে রিয়ালে আসার পর বিশ্বের অন্যতম তারকা ফুটবলার হিসাবে আবির্ভূত হন ভিনিসিয়ান। ইতিমধ্যে স্প্যানিশ ক্লাবটির হয়ে ২২৫ ম্যাচ খেলেছেন ভিনিসিয়াস। ব্ল্যাঙ্কোসের হয়ে তাঁর গোল সংখ্যা ৫৯ টি। মাদ্রিদের হয়ে দুটি লা লিগা এবং একটি চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জিতেছেন ২২ বছর বয়সী এই ব্রাজিলিয়ান।
এছাড়াও আগামী মৌসুমে রিয়াল মাদ্রিদের ১১ নম্বর জার্সি পরেবেন আরেক ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো।