আর্কাইভ থেকে ক্রিকেট

ভারত বিশ্বকাপের ফাইনাল ম্যাচ হবে যে ভেন্যুতে

চলতি বছরের অক্টোবরে ভারতে বসতে যাচ্ছে ক্রিকেটের সব থেকে জনপ্রিয় আসর ওয়ানডে বিশ্বকাপের। ইতোমধ্যে টুর্নামেন্টির খসড়া সূচি প্রকাশ করেছে বিসিসিআই। খুব দ্রুতই বিশ্বকাপের চূড়ান্ত প্রকাশ করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।

খসড়া সে সূচিতে দেখা যায় বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হবে ভারতের আহমেদাবাদে। ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়েই শুরু হবে এবারের আসর।

এছাড়াও হাইভোল্টেজ ভারত-পাকিস্তান ম্যাচটি রাখা হয়েছে ১৫ অক্টোবর। সেটিও পাকিস্তানের আপত্তি সত্ত্বে ম্যাচের ভেন্যু রাখা হয়েছে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামকেই।

ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, আসন্ন বিশ্বকাপের ফাইনাল ম্যাচটিও অনুষ্ঠিত হবে আহমেদাবাদেই। ১৩তম আইসিসি ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ১৫ ও ১৬ নভেম্বর। আর ফাইনাল ম্যাচটি হবে ১৯ নভেম্বর।

 

এ সম্পর্কিত আরও পড়ুন