নিজেদের নামে টিভি চ্যানেলের জন্য আবেদন করবে বিসিবি
ইংল্যান্ডে অনুষ্ঠিত আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ দেশের কোন টিভি চ্যানেল সরাসরি সম্প্রচার করেনি। তিন ম্যাচের সেই সিরিজ না দেখানোর পর থেকেই আলোচনায় সম্প্রচার প্রসঙ্গ।
সম্প্রচার বিড়ম্বনা দূর করতে এবার নিজস্ব ‘স্পোর্টস চ্যানেল’ খুলতে আগ্রহী বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি (বিসিবি)। চ্যানলটি হবে বিসিবির নামেই। আর এজন্য আবেদন করবে দেশের ক্রিকেটের সর্বোচ্চ এই সংস্থাটি।
সোমবার (১২ জুন) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির কার্যালয়ে নিজেদের বোর্ড মিটিং শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এই কথা জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
পাপন বলেন, ‘খেলা দেখা নিয়ে সমস্যা হচ্ছে। ডিপিএলের সময় কেউ পার্টিসিপেট করে না। শ্রীলঙ্কা, ইউএইর খেলা দেখায় আমাদেরটা দেখাতে আগ্রহী হয় না। আমরা বিসিবি টিভির জন্য আবেদন করবো। ইনশাআল্লাহ আমরা পেয়ে যাব। পেয়ে গেলে আর খেলা দেখার জন্য অপেক্ষা করতে হবে না।’