কম্বোডিয়ায় অনুশীলন ম্যাচে বাংলাদেশের জয়
আগামী ২১ জুন ভারতের বেঙ্গালুরুতে বসতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার ফুটবলের সর্বোচ্চ আসর সাফ চ্যাম্পিয়নশিপ। আসন্ন এই টুর্নামেন্টকে সামনে রেখে প্রস্তুতির জন্য একটি প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশ ফুটবল দল এখন অবস্থান করছে কম্বোডিয়ায়।
আগামী ১৫ জুন দেশটির বিপক্ষে খেলতে নামবে লাল সবুজের প্রতিনিধিরা। তাঁর আগে অনুশীলন ম্যাচ খেলেছে বাংলাদেশ দল।
আজ সোমবার দেশটির লিগের ক্লাব টিফি আর্মির বিপক্ষে মাঠে নেমেছিল জামালরা। ম্যাচের ১২তম মিনিটে সোহেল রানার একমাত্র গোলে ১-০ ব্যবধানে কষ্টার্জিত জয় পেয়েছে হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা।
অনুশীলন ম্যাচ হওয়ায় এই খেলাটি আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি। তবে বাংলাদেশের জার্সিতে প্রথম গোল করে বেশ খুশি সোহেল রানা। তিনি জানিয়েছেন, 'যদিও এটি আন্তর্জাতিক গোল নয়, তারপরও আমার গোলে বাংলাদেশ জিতেছে এতে আমি খুবই খুশি।’