আর্কাইভ থেকে আন্তর্জাতিক

আদালতে ট্রাম্প, ৩৭ অভিযোগে নিজেকে নির্দোষ দাবি

এবার রাষ্ট্রীয় গোপন নথি অব্যস্থাপনাসহ বেশ কিছু অভিযোগে বিচারের সম্মুখীন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার (১৩ জুন) যুক্তরাষ্ট্রের মায়ামির ফেডারেল আদালতে তার বিরুদ্ধে আনা ৩৭টি অভিযোগের শুনানি হয়।

বুধবার (১৪ জুন) আন্তর্জাতিক সংবাদ সংস্থা বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

এর আগে আত্মসমর্পণ করলে তাকে গ্রেপ্তার দেখিয়ে কাঠগড়ায় তোলা হয়। আত্মপক্ষ সমর্থনে ট্রাম্প নিজেকে নির্দোষ দাবি করেছেন।

পারমাণবিক প্রকল্পের গোপনীয় তথ্য অবৈধভাবে সংরক্ষণের মতো গুরুতর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এছাড়া সরকারি বহু নথি ব্যক্তিগত জিম্মায় রেখেছেন ট্রাম্প এমন অভিযোগ উঠেছে।

বিবিসি জানায়, ট্রাম্প আদালতে প্রবেশের পর বিচারক জনাথন গুডম্যান সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে আনা ৩৭টি অভিযোগ পড়ে শোনান। এরপর তিনি এসব অভিযোগ অস্বীকার করেন।

এদিকে সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, মামলায় হাজিরার পর ‍কোনো শর্ত বা ভ্রমণ নিষেধাজ্ঞা ছাড়াই ট্রাম্পকে আদালত ছাড়ার অনুমতি দেয়া হয়। তার কাছ থেকে কোনো মুচলেকাও নেয়া হয়নি।

বিচারক গুডম্যান আদেশে বলেন, মামলার সম্ভাব্য সাক্ষীদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন না ট্রাম্প।

মামলার অপর আসামি ট্রাম্পের সহকারী ওয়াল্ট নটাও আদালতে হাজির হয়েছিলেন। নটার পক্ষে স্থানীয় কোনো আইনজীবী না থাকায় আগামী ২৭ জুন পর্যন্ত অপরাধের অভিযোগের বিষয়ে স্বীকারোক্তি দিতে হবে না তাকে।

আদালত মুচলেকা ছাড়াই ট্রাম্পের সহকারীকে আদালত ছাড়ার অনুমতি দেয়। তাকেও অন্য সাক্ষীদের সঙ্গে কথা না বলার নির্দেশ দেয়া হয়।

চলতি বছর এনিয়ে দ্বিতীয়বারের মতো ফৌজদারি মামলায় অভিযুক্ত হলেন সাবেক এই প্রেসিডেন্ট। গত মার্চে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলকে ঘুষ দিয়ে মুখ বন্ধ রাখার ঘটনায় ফৌজদারি মামলায় অভিযুক্ত হন তিনি।

এ সম্পর্কিত আরও পড়ুন