আর্কাইভ থেকে দেশজুড়ে

মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি নিজামুল হকের মৃত্যু

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি নিজামুল হক (৭৫) মারা গেছেন।

বৃহস্পতিবার (১৫ জুন) সকালে অসুস্থ অবস্থায় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিজামুল হক ঢাকা কেন্দ্রীয় কারাগারের কয়েদি ছিলেন। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী থানার সাধুহাটি গ্রামে। তার বাবার নাম মৃত আব্দুল মান্নান মিয়া।

নিজামুল হককে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী সোলায়মান বলেন, সকালে নিজামুল হক কারাগারে অসুস্থ হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। এরপর পরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি কতদিন ধরে কারাগারে কয়েদি হিসেবে ছিলেন তা বলতে পারছি না।

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, নিজামুল হকের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। এরপর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন