আর্কাইভ থেকে দেশজুড়ে

বরিশালে সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ

ইলিশসহ অন্যান্য দেশীয় প্রজাতির মৎস্য সম্পদের উৎপাদন বৃদ্ধির লক্ষ্য ১লা মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত অভয়াশ্রম এলাকায় সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে মৎস্য বিভাগ। 

বরিশাল জেলার বিভিন্ন নদীর পয়েন্টে ৮২ কিলোমিটার অভয়াশ্রমে সকল ধরনের মৎস্য আহরনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এ আদেশ অমান্য করে জেলেরা যাতে অভয়াশ্রম এলাকায় কোন জেলে মাছ না ধরে এর জন্য মৎস্য বিভাগ নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করে। 

সোমবার (১ মার্চ) ভোর ৫টা থেকে দুপুর ১ টা পর্যন্ত কোস্ট গার্ডের সহায়তায় বরিশাল মৎস্য বিভাগ মোবাইল কোর্ট পরিচালনা করে বরিশাল সদর এবং মেহেন্দীগঞ্জ উপজেলার কালাবদর নদীতে ১৫ হাজার মিটার কারেন্ট জালসহ ৪ জেলে আটক করেছে। 

আটককৃতরা, আব্দুল জলিল খান(৫৫), সুজন(২১), ফারুক চকিদার(৫২) ও খলির হাওলাদার(১৯)। এদের প্রথম ৩ জনের বাড়ী মেহেন্দিগঞ্জ ও ১ জনের বাড়ী সদর উপজেলায়।

আটক জেলেদের ভ্রাম্যমান আদালতে হাজির করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আতাউর রাব্বী এবং অং মাচিং মারমা তাদের একমাস করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন