আর্কাইভ থেকে আওয়ামী লীগ

সাড়ে ৪ কিলোমিটার এলিভেটেড এক্সপ্রেসওয়ে খুলছে ঈদের আগে

‘ঈদের আগেই সাড়ে চার কিলোমিটার এলিভেটেড এক্সপ্রেসওয়ে খুলে দেয়া হবে। সড়কে শৃঙ্খলাটা খুব জরুরি। এ কারণে বিশ্ব ব্যাংকের সঙ্গে পাঁচ হাজার কোটি টাকা ব্যয়ে ‘রোড সেফটি’ প্রজেক্ট হাতে নিয়েছি।’ বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (১৭ জুন) দুপুরে গাজীপুরের টঙ্গীতে বিআরটি প্রকল্পের সাড়ে চার কিলোমিটার নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, ‘রোজার ঈদের আগে আমরা এর কিছু অংশ খুলে দিয়েছিলাম। এবার কোরবানি ঈদের আগে সাড়ে চার কিলোমিটার রাস্তা খুলে দিলাম। ঈদের আগে জসীমউদ্দিন রোড থেকে এয়ারপোর্ট এলাকা পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে খুলে দেয়া হচ্ছে।’

ওবায়দুল কাদের বলেন, ‘আমরা আশা করছি, আগামী সেপ্টেম্বর অক্টোবর নাগাদ পুরো প্রকল্পটির সমাপ্তি ঘোষণা করতে পারবো।’

তিনি আরও বলেন, ‘এরই মধ্যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে তেজগাঁও পর্যন্ত খুলে দিতে পারবো। আপাতত এ পর্যন্ত আমাদের টার্গেট।’

এ সম্পর্কিত আরও পড়ুন