গিনির বিপক্ষে বড় ব্যবধানে জয় পেল ব্রাজিল
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে গিনির বিপক্ষে ৪-১ গোলের সহজ পেয়েছে ব্রাজিল। বর্ণবাদ বিরোধী প্রচারণার অংশ হিসেবে ম্যাচটি খেলেছিল পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। বর্ণবাদের বিরুদ্ধে প্রথমার্ধে কালো জার্সি গায়ে মাঠে নামে ল্যাতিন আমেরিকার দেশটি।
শনিবার (১৭ জুন) বাংলাদেশ সময় রাত ১ টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হয় ম্যাচটি। খেলার প্রথমার্ধে ২৭ তম মিনিটে রদ্রিগোর ফ্রি কিকে বল জালে জড়ান জাতীয় দলের হয়ে প্রথমবার মাঠে নামা জোয়েলিনটন।
এর তিন মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ করেন রদ্রিগো নিজেই। পাল্টা জবাবে ৩৬ তম মিনিটে গোল করে ব্যবধান কমান ফরাসি লিগ ওয়ানে খেলা সেরহ গুরাইসি।
২-১ ব্যবধানে প্রথমার্ধ শেষ করার পর দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল পায় ব্রাজিল। ৪৭তম মিনিটে এডার মিলিটাও এবং ৮৮ তম মিনিটে পেনাল্টি থেকে ভিনিসিয়াস গোল করলে ৪-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে সেলেসাওরা।