সাংবাদিক নাদিমের খুনিদের শাস্তির দাবিতে মানববন্ধন
সন্ত্রাসী ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর গুন্ডা বাহিনীর নৃসংশ হামলায় নিহত বাংলা নিউজ, ৭১ টিভি ও মানব জমিনের সাংবাদিক গোলাম রব্বানী নাদিম তীব্র নিন্দা, প্রতিবাদ ও হত্যাকান্ডে জড়িত খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুড়িগ্রামে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৮ জুন) দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এ মানব বন্ধনে জেলায় কর্মরত বিভিন্ন সংবাদ মাধ্যম ও টেলিভিশন চ্যানেলের সাংবাদিকগণ অংশ নেয়। কুড়িগ্রাম প্রেসক্লাব এ মানব বন্ধনের আয়োজন করে।
এতে বক্তব্য রাখেন কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক, সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লব, সাংবাদিক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, মাহফুজুর রহমান।
বক্তারা বলেন, শুধু গ্রেপ্তার দেখালে হবে না। এই হত্যাকান্ডের সঙ্গে জরিত চেয়ারম্যান ও তার সকল খুনি গুন্ডাবাহিনি দৃষ্টান্তমূলক শাস্তি দ্রুত নিশ্চিত করতে হবে। তা না হলে সারাদেশের সাংবাদিক মহল আরও কঠিন কর্মসুচী হাতে নিতে বাধ্য হবে।