আফগানিস্তানের বিপক্ষে টি-২০ দল ঘোষণা করলো বিসিবি
আগামী ১৪ ও ১৬ জুলাই আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচে টি-২০ সিরিজ খেলবে বাংলাদেশ। আসন্ন সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।
রোববার (১৮ জুন) বিসিবির ঘোষণা করা ১৬ সদ্যসের সেই দলে ফিরেছেন আফিস হোসেন ধ্রুব।
সবশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল থেকে বাদ পড়েছেন শুধু জাকের আলী অনিক। এই উইকেটরক্ষক ব্যাটার আইরিশদের বিপক্ষে ডাক পেলেও মাঠে নামার সুযোগ হয়নি।
বাংলাদেশ দল
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, রিসাফুল ইসলাম, হোসাইন হোসেন, হাসান মাহমুদ, আফিফ হোসেন ধ্রুব