গ্যাল গ্যাডটকে নাকানি চোবানি খাওয়ালেন আলিয়া!
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট এখন পশ্চিমী বিনোদুনিয়াতেও ম্যাজিক দেখাচ্ছেন। ‘হার্ট অফ স্টোন’-এর বিহাইন্ড দ্য সিনে সকলকে তিনি আগেই চমকে দিয়েছেন। এবার ট্রেলার প্রকাশ্যে আসতেই অনুরাগীদের বড়সড় সারপ্রাইজ দিলেন অভিনেত্রী।
আড়াই মিনিটের ট্রেলারে ‘হার্ট অফ স্টোন’-এর যে ঝলক দেখা গেল, তাতে খলনায়িকার ভূমিকায় গ্যাল গ্যাডটকে রীতিমতো নাকানি চোবানি খাওয়ালেন আলিয়া ভাট। ট্রেলারে মাত্র কয়েক সেকেন্ডের উপস্থিতি, তাতেই বুঝিয়ে দিলেন ‘হার্ট অফ স্টোন’ হাতে পুরোটা ওলট-পালট করে দেয়ার ক্ষমতা রাখেন তিনি। যদিও প্রথম ঝলকে আলিয়ার কোনও অ্যাকশন সিকোয়েন্স দেখা যায়নি, তবে এই সিনেমায় তুখড় মারপিটের দৃশ্যে অভিনয়ও করেছেন আলিয়া। শুটিংয়ের সময় তখন তিনি গর্ভবতী। সেই কসরত বিফলে যায়নি, ট্রেলার প্রকাশ্যে আসতেই বলিউড অভিনেত্রীর প্রশংসায় পঞ্চমুখ সকলে।
‘হার্ট অফ স্টোন’ ছবিতে গ্যাল গ্যাডটকে এক এজেন্টের ভূমিকায় দেখা যাবে। চরিত্রের নাম রাসেল স্টোন। বিশ্ব শান্তি বজায় রাখার দায়িত্বে থাকা এক এজেন্সির সদস্য তিনি। ‘হার্ট অফ স্টোন’ প্রজেক্টের ইনচার্জ তিনি। আচমকাই খোয়া যায় ‘হার্ট’। যার নেপথ্যর ষড়যন্ত্রকারী কেয়া ধাওয়ান ওরফে আলিয়া ভাট। সেখানেই কিস্তিমাত করেন আলিয়া। গ্যাল গ্যাডটের এজেন্সির সঙ্গে দর কষাকষিতে নামেন।
আলিয়া ভাটকে এখানে এক ক্ষরধার হ্যাকারের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। ট্রেলারেই মিলল তার ইঙ্গিত। বাকিটা দেখতে হলে নেটফ্লিক্সে পর্দায় চোখ রাখতে হবে। খলনায়িকার ভূমিকায় হলিউডে যে দুর্ধর্ষ হাতেখড়ি আলিয়া ভাটের, তার ইঙ্গিত মিলল ট্রেলারেই।